facebook icon
চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ
চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ: আধুনিক জ্ঞানের মহাসড়কে বাংলাদেশের তরুণদের অগ্রযাত্রা

জ্ঞান কখনো স্থির থাকে না; সময়ের সাথে সাথে তা রূপান্তরিত হয়ে নতুন প্রযুক্তি, নতুন চিন্তা ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। আধুনিক বিশ্বে সেই জ্ঞানের সবচেয়ে শক্তিশালী ও বাস্তব প্রয়োগ দেখা যায় ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষায়। যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকে, ভবিষ্যৎ নেতৃত্বের আসনও মূলত তার দখলেই যায়। এই বাস্তবতায় একবিংশ শতাব্দীতে যে দেশটি নীরবে কিন্তু দৃঢ়ভাবে নিজেকে বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেই দেশটি হলো চীন।

বর্তমানে কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের ১৩টি বিশ্ববিদ্যালয় অবস্থান করছে, যা দেশটির উচ্চশিক্ষার মান ও গবেষণার শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লক্ষ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং পড়তে চীনে পাড়ি জমায়, যাদের একটি বড় অংশই সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপের আওতায় পড়াশোনা করার সুযোগ পায়।

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ: আধুনিক জ্ঞানের মহাসড়কে বাংলাদেশের তরুণদের অগ্রযাত্রা

এই প্রেক্ষাপটে বাংলাদেশের হাজারো মেধাবী তরুণ-তরুণীর কাছে “চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ” এখন আর শুধু একটি শিক্ষাগত সুযোগ নয়; বরং এটি একটি স্বপ্ন, একটি সম্ভাবনা এবং ভবিষ্যৎ গড়ার শক্ত ভিত্তি। সানজেন এডুকেশন লিমিটেড হতে পারে সেই স্বপ্ন বাস্তবায়নের বিশ্বস্ত সঙ্গী। এই ব্লগে চীনে স্কলারশিপে কীভাবে আবেদন করবেন, CSC ও অন্যান্য স্কলারশিপের ধরন, যোগ্যতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ফ্রি কাউন্সিলিংয়ের জন্য যোগাযোগ করুন

কেন চীন ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য বাংলাদেশী ছাত্রছাত্রীদের আদর্শ গন্তব্য?

চীন বিশ্বাস করে, শিক্ষা হলো সফট পাওয়ার। সেই বিশ্বাস থেকেই তারা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উদারভাবে স্কলারশিপ দিয়ে থাকে। চীনে উচ্চশিক্ষা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা বিশ্বের শীর্ষস্থানীয়। QS World University Rankings অনুযায়ী, চীনের ১৩ টি বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে নিয়মিতভাবে বিশ্বের সেরা ৫০–১০০-এর মধ্যে অবস্থান করছে। প্রতি বছর চীনা সরকার, প্রাদেশিক সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি পূর্ণ বা আংশিক অর্থায়ন ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রায় বিনা খরচে Bachelor (স্নাতক), Master (স্নাতকোত্তর) কিংবা PhD (পিএইচডি) পর্যায়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান।

  • চীনে রয়েছে অত্যন্ত শক্তিশালী গবেষণা অবকাঠামো ও আধুনিক ল্যাব সুবিধা, যা শিক্ষাকে করে তোলে বাস্তবভিত্তিক।
  • সরকারি পৃষ্ঠপোষকতায় প্রদত্ত স্কলারশিপে টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ মওকুফের সুযোগ পাওয়া যায়।
  • বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সংযোগ থাকায় শিক্ষার্থীরা ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জন করে।
  • আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব নীতিমালা ও সহজ ভর্তি প্রক্রিয়া উচ্চশিক্ষাকে আরও সহজ করে।
  • ইউরোপ ও আমেরিকার তুলনায় কম খরচে উন্নত মানের শিক্ষা গ্রহণ করা সম্ভব।
  • বাংলাদেশী সংস্কৃতির সাথে সামাজিক ও খাদ্যাভ্যাসের মিল থাকায় মানিয়ে নেওয়া সহজ হয়।
  • উন্নত মানের হোস্টেল ও নিরাপদ আবাসন সুবিধা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়।
  • মাসিক ভাতা ও চিকিৎসা বীমা থাকায় পড়াশোনার সময় আর্থিক চাপ অনেক কম থাকে।
  • আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধা ও বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি ক্যারিয়ারে বাড়তি মূল্য যোগ করে।
  • এই স্কলারশিপ বহুজাতিক ক্যারিয়ার, গ্লোবাল নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ চাকরির সুযোগ উন্মুক্ত করে।

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের ধরনসমূহ

চীন আজ আর শুধু “বিশ্বের কারখানা” নয়; এটি এখন বিশ্বের গবেষণাগার। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G ও 6G প্রযুক্তি, হাই-স্পিড রেল, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ গবেষণা—প্রতিটি ক্ষেত্রেই চীনের অবদান বিশ্ববাসীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই সাফল্যের মূল শক্তি হচ্ছে মানসম্পন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা। নিম্নে প্রধান স্কলারশিপ গুলো সম্পর্কে আলোচনা করা হলঃ

১. চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC)

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের কথা বলতে গেলে সর্বপ্রথম যে নামটি আসে, তা হলো Chinese Government Scholarship (CSC)। এটি চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপে প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। যা যা অন্তর্ভুক্ত থাকে

  • ১০০% টিউশন ফি মওকুফ
  • বিশ্ববিদ্যালয়ের আবাসন বা হাউজিং এলাউন্স
  • মাসিক ভাতা (Bachelor, Master, PhD অনুযায়ী ভিন্ন)
  • পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স
  • গবেষণা ও ল্যাব ব্যবহারের সুবিধা

২. প্রাদেশিক সরকার স্কলারশিপ

চীনের বিভিন্ন প্রদেশ নিজ নিজ শিক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে। এগুলো সাধারণত টিউশন ফি ছাড় বা আংশিক অর্থায়ন প্রদান করে, তবে অনেক ক্ষেত্রে পূর্ণ স্কলারশিপও পাওয়া যায়।

৩. বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ

চীনের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নিজস্ব স্কলারশিপ প্রদান করে থাকে। ভালো একাডেমিক রেজাল্ট, গবেষণার আগ্রহ ও শক্তিশালী প্রোফাইল থাকলে এই স্কলারশিপ পাওয়া তুলনামূলক সহজ।

চীনে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রস্তুতি শুরু করুন!
ভর্তি ও ভিসা সহায়তার জন্য আজই যোগাযোগ করুন! 🎓

"দ্রুত আবেদন করুন এবং আপনার ক্যারিয়ার শুরু করুন!"

আজই যোগাযোগ করুন! ০১৬১৫০০০১২৫

চীনে কোন কোন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্কলারশিপ পাওয়া যায়?

চীনে প্রায় সব শাখার ইঞ্জিনিয়ারিং শিক্ষার সুযোগ রয়েছে। বিশেষ করে ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে চীন বিশ্বনেতৃত্ব দিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স
  • রোবোটিক্স ও অটোমেশন
  • কেমিক্যাল ও বায়োইঞ্জিনিয়ারিং
  • পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি ইঞ্জিনিয়ারিং

আবেদন করার যোগ্যতা ও শর্তাবলি

Master ও PhD পর্যায়ে গবেষণার পরিকল্পনা ও অধ্যাপকের সঙ্গে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আন্ডার গ্র্যাজুয়েট বা অন্যান্য ক্ষেত্রে প্রফেসরের সাথে যোগাযোগের প্রয়োজন নাই। সাধারণত চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের জন্য প্রয়োজন—

  • ভালো একাডেমিক রেজাল্ট
  • প্রাসঙ্গিক শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড
  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ
  • বৈধ পাসপোর্ট
  • মেডিকেল ফিটনেস
  • IELTS বা যেকোনো গ্রহণযোগ্য ল্যাংগুয়েজ স্কোর
  • Recommendation Letter
  • Study Plan / Research Proposal (মাস্টার্স ও পিএইচডি)
চীনে আবেদন করার যোগ্যতা ও শর্তাবলি

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া

সঠিক পরিকল্পনা ও সময়মতো আবেদন করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ক্ষেত্রে সানজেন এডুকেশন লিমিটেড এর মত অভিজ্ঞদের পরামর্শ নেয়ে আবশ্যক। নিম্নে আবেদন প্রক্রিয়ার ক্রমধারা উপস্থাপন করা হলঃ

  1. বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন
  2. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত
  3. CSC বা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে আবেদন
  4. প্রয়োজনে প্রফেসরের সঙ্গে যোগাযোগ
  5. ইন্টারভিউ (কিছু ক্ষেত্রে)
  6. অফার লেটার ও স্কলারশিপ কনফার্মেশন

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার ভাষা: ইংরেজি না চীনা?

এটি অনেক শিক্ষার্থীর বড় প্রশ্ন। বর্তমানে চীনের শীর্ষস্থানীয় বহু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু রয়েছে, বিশেষ করে Master ও PhD পর্যায়ে। তবে চীনা ভাষা শেখা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বাড়তি একটি শক্তি।

  • চীনা ভাষায় পড়লে স্কলারশিপের সুযোগ আরও বেশি
  • CSC স্কলারশিপে অনেক সময় এক বছরের ফ্রি চীনা ভাষা কোর্স দেওয়া হয়

চীনে পড়াশোনা শেষে ক্যারিয়ার সম্ভাবনা

চীনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আজ বিশ্বব্যাপী স্বীকৃত ও সম্মানিত। চীনে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের সামনে খুলে যায় বহুমাত্রিক সুযোগ—

  • চীনের আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি
  • গবেষণা ও PhD/Post-doc
  • বাংলাদেশে ফিরে উচ্চমানের ক্যারিয়ার
  • মাল্টিন্যাশনাল কর্পোরেশনে গ্লোবাল সুযোগ

চীনে ছাত্রজীবন: পড়াশোনার বাইরের বাস্তবতা

চীনে ছাত্রজীবন মানেই শুধু ক্লাস ও ল্যাব নয়। এটি একটি বহুসাংস্কৃতিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আত্মবিশ্বাসী বিশ্বনাগরিক হিসেবে।

  • নিরাপদ ও উন্নত পরিবেশ
  • বাংলাদেশী কৃষ্টি কালচারের সাথে সামঞ্জস্যতা
  • আধুনিক পরিবহন ব্যবস্থা
  • আন্তর্জাতিক ছাত্র কমিউনিটি
  • তুলনামূলক কম জীবনযাত্রার খরচ

চীনে উচ্চশিক্ষার জন্য কেন সানজেন (Sangen Edu Ltd.) কে বেছে নিবেন?

চীনে উচ্চশিক্ষার স্বপ্ন যদি বুঝে-বুঝে সফলভাবে বাস্তবে রূপ দিতে চান, তাহলে দেশের একটি বিশ্বস্ত ও অভিজ্ঞ পরামর্শক আপনার যাত্রাকে সহজ, নিরাপদ ও ফলপ্রসূ করে। সেই প্রয়োজনে সানজেন (Sangen Edu Ltd) দেশের অন্যতম প্রতিষ্ঠিত বিদেশে উচ্চশিক্ষার কাউন্সেলিং প্রতিষ্ঠান হিসেবে একটি নির্ভরযোগ্য পার্টনার। নিচে তার কিছু প্রধান কারণ তুলে ধরা হলো—

চীনে উচ্চশিক্ষার জন্য কেন সানজেন (Sangen Edu Ltd.) কে বেছে নিবেন?
  • দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সফল ট্র্যাক রেকর্ড: সানজেন প্রায় ১৬+ বছর ধরে বাংলাদেশে উচ্চশিক্ষা পরামর্শ কার্যক্রম চালিয়ে আসছে। এটি একটি সরকার-রেজিস্টার্ড এডুকেশন কাউন্সেলিং প্রতিষ্ঠান যা যাত্রা শুরু করে ২০০৮ সালে এবং দীর্ঘদিনে হাজারো শিক্ষার্থীকে বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়ে গাইড করেছে।
  • চীনসহ ৩০০+ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অফিসিয়াল যোগসূত্র: প্রতিষ্ঠানটি চীনসহ বিশ্বের বিভিন্ন উন্নত শিক্ষা গন্তব্যে (যেমন UK, USA, Canada, Australia, Malaysia) ৩০০+ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, ফলে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স ও সুযোগ থেকে নির্দ্বিধায় বেছে নিতে পারে।
  • ব্যক্তিগত ও ক্যারিয়ার-ভিত্তিক সমন্বিত পরামর্শ: শুধু আবেদন প্রক্রিয়া নয়—সানজেন প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক লক্ষ্য, বাজেট ও ক্যারিয়ার আগ্রহ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স পরিকল্পনা করে, যাতে ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমে যায় এবং ভবিষ্যৎ সুদূরপ্রসারী হয়।
  • আবেদন থেকে ভিসা পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট: তারা ছাত্রদের Admission Letter থেকে শুরু করে Visa Processing, Accommodation Support ও Pre-Departure Guidance পর্যন্ত সহায়তা করে। এমনকি অনেকে তাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Resident Coordinator সুবিধাও পায়, যাতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়।
  • স্কলারশিপ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সহায়তা: সানজেন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ আবেদনের উপযোগী তথ্য, সুযোগ-সুবিধা বিশ্লেষণ ও আবেদন গাইডেন্স প্রদান করে। এতে থাকছে CSC-ধরনের সরকারি স্কলারশিপ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফাইনান্সিয়াল এড-এর সাপোর্ট।
  • বন্ধুত্বপূর্ণ ও সুদক্ষ কাউন্সেলর টিম: প্রতিষ্ঠানটি দক্ষ ও অভিজ্ঞ কাউন্সেলরের দল পরিচালনা করে, যারা শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর দেয়, আবেদন ফরম পূরণে সাহায্য করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও যাচাইকরণে সহায়তা করে।
  • ভর্তি পরেও যেকোনো প্রয়োজনীয় সহায়তা: সানজেন শুধু ভর্তি করিয়ে দিয়ে থেমে না—চাই তো তাদের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সময়ের অভিজ্ঞতা আরও উন্নত করা, যাতে স্বীয় লক্ষ্যে সফল হতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে।

উপসংহার: স্বপ্ন, সাহস ও সঠিক সিদ্ধান্ত

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ কেবল একটি শিক্ষাগত সুযোগ নয়—এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটি শেখায় কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে সমাজ ও বিশ্বকে এগিয়ে নেওয়া যায়। যাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন, হাতে পরিশ্রমের শক্তি এবং মনে বৈশ্বিক চিন্তা—তাদের জন্য চীন আজ এক উন্মুক্ত দরজা।

চীনে উচ্চশিক্ষা নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই, স্কলারশিপ প্রক্রিয়া, শর্তাবলি বোঝা, ভিসা প্রসেস, এবং বিদেশে মানিয়ে নেওয়া—এসব জটিল ধাপগুলোতে সঠিক গাইডেন্স একটি বিশাল সুবিধা। এই জায়গায় সানজেন অভিজ্ঞ, বিশ্বস্ত এবং তথ্যভিত্তিক সহায়তা দিয়ে আপনার শিক্ষা-যাত্রাকে সহজ, নিরাপদ এবং সফল করে তুলতে পারে। দেরী না করে আজই যোগাযোগ করুন

স্কলারশিপের জন্য কল করুন: ০১৬১৫০০০১২৫
চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের যাত্রা আজই শুরু করুন!
সঠিক গাইডলাইন ও প্রস্তুতির মাধ্যমে চীনে স্কলারশিপ পাওয়ার
সেরা সুযোগটি খুঁজে নিন! 🎓

"দ্রুত আবেদন করুন এবং আপনার ক্যারিয়ার শুরু করুন!"

আজই যোগাযোগ করুন! ০১৬১৫০০০১২৫

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্নাবলি

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ হলো এমন একটি আর্থিক সহায়তা, যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রায় বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায়। এতে সাধারণত টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা ও চিকিৎসা বীমা অন্তর্ভুক্ত থাকে। চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপ প্রদান করে।

হ্যাঁ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের সুযোগ ব্যাপক। প্রতি বছর শত শত বাংলাদেশি শিক্ষার্থী CSC ও বিশ্ববিদ্যালয় স্কলারশিপের মাধ্যমে চীনে পড়তে যান। ভালো একাডেমিক রেজাল্ট থাকলে সম্ভাবনা অনেক বেশি।

চীনে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপে Bachelor, Master এবং PhD—তিন স্তরেই পড়ার সুযোগ রয়েছে। Master ও PhD পর্যায়ে স্কলারশিপের পরিমাণ ও সুযোগ তুলনামূলক বেশি। গবেষণাভিত্তিক শিক্ষার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।

CSC (Chinese Government Scholarship) হলো চীনের সবচেয়ে জনপ্রিয় ও পূর্ণ অর্থায়িত স্কলারশিপ। এটি টিউশন ফি, হোস্টেল, মাসিক ভাতা ও মেডিকেল ইন্স্যুরেন্স কভার করে। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে নিরাপদ ও লাভজনক অপশন।

চীনে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সফটওয়্যার, AI, রোবোটিক্স, কেমিক্যাল ও পরিবেশ ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব বিষয়ে স্কলারশিপ পাওয়া যায়। বিশেষ করে আধুনিক প্রযুক্তিভিত্তিক সাবজেক্টে সুযোগ বেশি।

হ্যাঁ, বর্তমানে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। Master ও PhD পর্যায়ে ইংরেজি প্রোগ্রাম বেশি প্রচলিত। তবে চীনা ভাষা জানলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

সব ক্ষেত্রে IELTS বাধ্যতামূলক নয়। অনেক বিশ্ববিদ্যালয় Medium of Instruction (MOI) সার্টিফিকেট গ্রহণ করে। তবে ভালো IELTS স্কোর থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ে।

স্কলারশিপ অনুযায়ী মাসিক ভাতা ভিন্ন হয়। সাধারণত Bachelor পর্যায়ে ২৫০০ RMB, Master পর্যায়ে ৩০০০ RMB এবং PhD পর্যায়ে ৩৫০০ RMB পর্যন্ত ভাতা দেওয়া হয়। এটি জীবনযাত্রার খরচ মেটাতে সহায়ক।

সাধারণত Bachelor এর জন্য বয়সসীমা ২৫, Master এর জন্য ৩৫ এবং PhD এর জন্য ৪০ বছরের মধ্যে হতে হয়। তবে কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে শর্ত ভিন্ন হতে পারে।

সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে স্কলারশিপ আবেদন করা সবচেয়ে ভালো। CSC স্কলারশিপের ডেডলাইন সাধারণত মার্চে শেষ হয়। আগেভাগে প্রস্তুতি নিলে সাফল্যের সম্ভাবনা বেশি।

স্কলারশিপ ছাড়া পড়লে খরচ মাঝারি, তবে ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক কম। আর স্কলারশিপ পেলে প্রায় সম্পূর্ণ খরচমুক্তভাবে পড়াশোনা করা সম্ভব। জীবনযাত্রার খরচও তুলনামূলক কম।

চীনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চীনা কোম্পানি, মাল্টিন্যাশনাল ফার্ম ও গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকে। বাংলাদেশে ফিরে আসলেও ক্যারিয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পার্ট-টাইম কাজ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রয়োজন হয়। এটি অভিজ্ঞতা ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে।

না, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে চীনা স্টুডেন্ট ভিসা পাওয়া তুলনামূলক সহজ। Admission Letter ও JW202 ডকুমেন্ট থাকলে ভিসা প্রসেস সাধারণত সমস্যা হয় না।

আবশ্যক নয়, তবে সানজেনের অভিজ্ঞ কনসালটেন্ট থাকলে পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়। বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ আবেদন ও ভিসা প্রসেসে সঠিক গাইডেন্স পাওয়া যায়। এতে ভুলের ঝুঁকি কমে।

Other pages you may be interested in...

চীনে উচ্চশিক্ষার আবেদন, স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপ সুবিধা-বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ গাই...

Explore the best universities in China for international students. Find top-ranked institutions, scholarships, and excellent opportunities to study abroad.

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, আবেদন পদ্ধতি, ভিসা ও স্কলারশিপ গাইড...

Our customers love us!

See All

4.99 out of 269 reviews

Recently Completed Jobs

See All

Tangail, BD

By collecting and applying the necessary information on his behalf, our team facilitated his admission to the LLM Laws at the University of South Wales, UK.

Lakshmipur, BD

With the support of Sangen Edu., Saiful Islam successfully obtained a full scholarship covering 100% of his tuition fees for the Diploma Engineering ( Diploma Leading to Bachelor ) for International Leadership at Griffith College in Australia. From t...

Dhaka, BD

With assistance from Sangen Edu., Sirajum Monira secured a full scholarship, covering 100% of her tuition fees, at the University of South Wales of MBA GLOBAL in the UK. Sangen Edu. provided comprehensive support throughout the process, helping her n...