China Bangladesh Education Expo 2019 চীন – বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০১৯

বাংলাদেশ থেকে চীনে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ বারের মত আয়োজিত হতে যাচ্ছে চীন – বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০১৯।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://bit.ly/6thChinaEducationExpo2019
https://forms.gle/jaWoT7aFp6dDG5cD9

বিশেষ দ্রষ্টব্যঃ- মোবাইল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চাইলে লিঙ্কটি কপি করে ব্রাউজার সিলেক্ট করে দিন। কিংবা শিক্ষা মেলায় উপস্থিত হয়েও রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। শিক্ষামেলায় রেজিস্ট্রেশন, অংশগ্রহন ও প্রবেশ সকলের জন্য সম্পূর্ণ ফ্রি !!

তারিখঃ ২৫ ও ২৬ অক্টোবর ২০১৯
সময়ঃ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা
ভেনুঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, কাওরান বাজার, ঢাকা
হেল্পলাইনঃ +88029666632, 01615000127 01615000129

চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা যে সকল কোর্সে ভর্তি হতে পারবে -

ডিপ্লোমা > ব্যাচেলর > মাস্টার্স > পি এইচ ডি > চীনা ভাষা > প্রফেশনাল কোর্স

মেডিক্যাল -

এম বি বি এস > এম পি এইচ > এম ডি

China Bangladesh Edu Expo 2019

ইঞ্জিনিয়ারিং -

ইনফরমেশন টেকনোলোজি > কম্পিউটার সাইন্স > মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং > কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং > সিভিল ইঞ্জিনিয়ারিং > পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং > রোবটিক্স টেকনোলোজি > ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং > এ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং

বিজনেস -

বি. বি. এ. > এমবিএ > ই-কমার্স > ইন্টারন্যাশনাল ট্রেড

ট্যুরিজম -

হোটেল ম্যানেজমেন্ট

এগ্রিকালচার এন্ড ন্যাচারাল সাইন্স -

ফুড টেকনোলজি

চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা যে সকল স্কলারশিপ পেতে পারেঃ-

প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ > প্রভিন্সিয়াল স্কলারশিপ > ওয়ান বেল্ট ওয়ান রোড স্কলারশিপ > ইউনিভার্সিটি স্কলারশিপ > চীনা সরকারী স্কলারশিপ

শিক্ষা মেলায় উপস্থিত শিক্ষার্থীদের জন্য যা থাকছেঃ-

১। ফ্রি কাউন্সেলিং ২। ফ্রি পেপারস এসেসমেন্ট ৩। স্পট এডমিশন কনফার্মেশন ৪। স্কলারশিপ অফার ৫। খণ্ড কালিন চাকুরী কিভাবে পাওয়া যাবে তা জানার সুযোগ ৬। ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ ৭। ফাইল ওপেনিং কনফার্ম এ থাকছে এয়ার টিকেট

Sponsored by Mutual Trust Bank Limited

চীন – বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০১৯ এ ঘোষিত পুরষ্কার সমুহঃ শিক্ষা মেলায় অনলাইন রেজিস্ট্রেশন/উপস্থিত সকলের মধ্যে থেকে লটারির মাধ্যমে থাকছে উপহার।

  1. মেলার যে কোন পোস্ট এ আপনার একাধিক ফ্রেন্ডকে ট্যাগ করে পোস্টটি শেয়ার করুন।
  2. শিক্ষা মেলায় একাডেমিক পেপারস এসেসমেন্ট করালেই থাকছে শিক্ষা উপকরন গিফট।
  3. শিক্ষা মেলার যে কোন পোস্ট শেয়ার করুন।

২৫ অক্টোবর ২০১৯

স্মার্ট ফোন ১ টি > পাওয়ার ব্যাংক ১ টি > পেন ড্রাইভ ১ টি

২৬ অক্টোবর ২০১৯

স্মার্ট ফোন ১ টি > পাওয়ার ব্যাংক ১ টি > পেন ড্রাইভ ১ টি

পুরষ্কার প্রদান অনুস্থান মেলার শেষ ঘণ্টায় মঞ্চে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীর অবশ্যই উপস্থিত থাকতে হবে।

*শর্ত প্রযোজ্য*

শিক্ষামেলায় ঘোষিত পুরস্কার সমুহের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত পরিবর্তন/পরিমার্জনের এখতিয়ার মেলার আয়োজক কর্তৃক সিদ্ধান্তই গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে। শিক্ষা মেলার সাথে সংশ্লিষ্ট কেও এই আয়োজনের অংশ নিতে পারবে না।